সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে জমি জবরদখলে বাধা দেওয়ায় সংখ্যালুঘু পল্লী চিকিৎসক সহ তিনজনকে পিটিয়ে আহত আহত করেছে প্রতিপক্ষের লোকজন।
বৃহস্পতিবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের পালগিরি গ্রামের দারোগার হাট মাদরাসার সামনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন পল্লী চিকিৎসক কার্তিক চন্দ্র দাস, ফখরুল আনাম ও তার স্ত্রী হাজেরা খাতুন। আহতরা সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পুলিশ, এলাকাবাসী ও ক্ষতিগ্রস্তরা জানান, চরদরবেশ গ্রামের সেনেরখীল গ্রামের ভূঞা বাড়ির ফখরুল আনামের কাছ থেকে ২০১৯ সালের ২৪জুন পাঁচশতক জমি ক্রয় করেন। উক্ত জমিতে তিনি টিনশেড দোকান ঘর নির্মাণ করেন। উক্ত দোকানঘর জবরদখলে নিতে সকাল সাড়ে নয়টার দিকে প্রতিপক্ষ জামশেদ আলম ফিরোজের নেতৃত্বে ৪-৫জন ভাড়াটে সন্ত্রাসী অতর্কিত হামলা চালায়।
এসময় কার্তিক চন্দ্র দাস বাধা দিলে তাকে কাঠ দিয়ে পিটিয়ে আহত করে। খবর পেয়ে জমি বিক্রেতা ফখরুল আনাম ও তার স্ত্রী হাজেরা খাতুন ঘটনাস্থলে গেলে তাদেরকেও কাঠ দিয়ে পিটিয়ে আহত করেন প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় কার্তিক চন্দ্র দাস বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হামলার শিকার কার্তিক চন্দ্র দাস ও ফখরুল আনাম দোষীদের শান্তি দাবি করে বিকালে হীরা রেস্টুরেন্টে সংবাদ সম্মেলন করেন।
সোনাগাজী মডেল থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা বিকাশ কুমার রায় অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছেন।
এফআর/অননিউজ