জয়পুরহাটের কালাইয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে থানা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের সকল নেতা কর্মী ছাত্র-জনতার উপরে নির্বিচারে গুলি এবং গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করেন।
বুধবার (১৪ আগস্ট) বেলা ১১ থেকে কালাই বাস স্ট্যান্ড চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হয়।
সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, যুগ্ম আহ্বায়ক মৌদুদ আলম, পৌর বিএনপির আহবায়ক সোহেল তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ লিটন, জেলা যুবদলের সদস্য রাসেল তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোতা, যুগ্ম আহ্বায়ক শাহীন, পৌর আহ্বায়ক হেলাল উদ্দিন মন্ডল ও সদস্য সচিব আয়নাল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাফি, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রনি, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তাদুল হক, কৃষক দল নেতা জি এম বাবলু ও মহিলা দলের নেত্রী সহ সকল স্তরের নেতাকর্মীরা।
একে/অননিউজ২৪