সুলতান মাহমুদ, জয়পুরহাট।।
জয়পুরহাটের পাঁচবিবিতে যক্ষা, ম্যালেরিয়া, এইচআইভি ও কোভিড-১৯ কার্যক্রমের উপর দিন ব্যাপী ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পাঁচবিবি ব্র্যাক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি ও ব্র্যাকের অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বক্তৃতা করেন - পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হোসনেআরা পারভীন, ব্র্যাকের এরিয়া সুপার ভাইজার প্রদীপ কুমার, মাঠকর্মী সাথী রানী প্রমূখ।
এ ছাড়া উপস্থিত ছিলেন - মুক্তি যোদ্ধা মোজাফফর হোসেন, ইউপি সদস্য তোরাব হোসেন, মসজিদের ইমাম এরশাদ আলী, মন্দিরের পুরোহিত অজিত চক্রবর্তীসহ বিভিন্ন শ্রেনী ও প্রেসার সাধারণ মানুষ। বক্তারা এসব রোগ-ব্যাধীর কারণ, লক্ষন ও প্রতিকার নিয়ে আলোচনা করেন এবং এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতার উপর গুরুত্ব আরোপ করেন।
এফআর/অননিউজি
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com