সুলতান মাহমুদ, জয়পুরহাট।।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জয়পুরহাটের মাত্রাইয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মাত্রাই ইউনিয়ন পরিষদ চত্বরে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মাত্রাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান মন্ডলের সভাপতিত্বে ইউপি পরিষদ চত্বরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী অবসর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মাত্রাই ইউপি চেয়ারম্যান আ.ন.ম শওকত হাবিব তালুকদার লজিক, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শহীদ ইকবাল সদু, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন হিমু, সদস্য গোলাম মোস্তফা, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কামরুন্নাহার শিমুল, সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিবৃন্দ।
পরে দোয়া মাহফিল শেষে উপস্থিত কয়েক হাজার জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।