এগারো পেরিয়ে বারতে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে এশিয়ান টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দুপুরে জয়পুরহাট মডেল প্রেসক্লাবে এশিয়ান টেলিভিশনের সাংবাদিক গোলাপ হোসেনের আয়োজনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন, জয়পুরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি হাসানুজ্জামান মিঠু।
অন্যানের মধ্যে বক্তৃতা করেন, জয়পুরহাট পৌর কাউন্সিলর মামুনুর রশীদ, ইনডিপেনডেন্ট টিভি'র সাংবাদিক মোমেন মুনি, দেশ টিভি'র সাংবাদিক রেজাউল করিম, গ্লোবাল টিভি 'র সাংবাদিক জাহাঙ্গীর আলম খানসহ অন্যান্যরা।
এ সময় উপস্থিত সকলেই চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
এফআর/অননিউজ