জয়পুরহাট জেলা প্রতিনিধি।।
জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের আউটডোর থেকে এক মহিলার সোনার চেইন ছিনতাই করে পালানোর সময় চিকিৎসা সেবা নিতে আসা জনতার হাতে আটক দুই মহিলা ছিনতাইকারী।
মঙ্গলবার (১১ জুলাই ) বেলা ১১ টায় টিকেট কাউন্টারের সামনে এ ঘটনাটি ঘটে।
আটকৃত মহিলা ছিনতাইকারীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দর মন্ডল গ্রামের বেদে সবুজ মিয়ার মেয়ে আকলিমা (৩০) ও ওই উপজেলার দৌলতপুর গ্রামের বেদে তাজুল ইসলাম এর মেয়ে সাদিয়া আক্তার(৩২)।
জয়পুরহাট সদর থানার তদন্ত ইন্সপেক্টর গোলাম সরোয়ার হোসেন জানান, হাসপাতলে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনা জানতে পেরে পুলিশ গিয়ে দুই মহিলাকে উদ্ধার করে এনে থানা হেফাজতে রাখা হয়েছে, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এফআর/অননিউজ