জয়পুরহাটে বিএনপি'র চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া'র জন্ম দিবস ও তার দীর্ঘয়ু, সুস্থতা কামনা এবং সম্প্রতিক বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র- জনতার আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও সমাবেশ করা হয়েছে।
রবিবার (১৮ আগস্ট) বিকেলে কালাই বাসস্ট্যান্ডে থানা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক সহ-সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে এ মাহফিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ইঞ্জিনিয়ার গোরাম মোস্তফা।
বিশেষ অতিথি ছিলেন, সাবেক জেলা বিএনপি'র সহ-সভাপতি, আব্দুল গফুর মন্ডল, সাবেক যুগ্ম সম্পাদ, অধ্যক্ষ আলী হাসান মুক্তা ও আব্দুস ছামাদ বাবুসহ অনেকেই।
এছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা হাজার হাজার নেতা কর্মীরা।