জয়পুরহাটে পাঁচবিবির ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ইয়াসমিন সুলতানা (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) দুপুরে উপজেলার খাস বাগুড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসমিন সুলতানা পাঁচবিবি উপজেলার খাস বাগুড়ী গ্রামের এনামুল হকের মেয়ে। সে আয়মারসুলপুর বালিকা উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, স্কুলছাত্রী ইয়াসমিন সুলতানা দুপুরে বাড়ির পাশে ছোট যমুনা নদীতে বান্ধবীদের সঙ্গে গোসল করার সময় সবার অজান্তে গভীর পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর তার পরিবার তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে তাকে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসমিন সুলতানাকে মৃত ঘোষণা করেন।
ফরহাদ/অননিউজ