জয়পুরহাটে নিখোঁজ হওয়ার ২৪ দিনেও কোন সন্ধান মেলেনি স্কুলছাত্র সোয়ায়েব হোসেন সিহাবের (১৫)। এ ঘটনায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় জয়পুরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষার্থীর পরিবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন তার বাবা সোহেল রানা।
সিহাব সদর উপজেলার নারায়ণপাড়া গ্রামের সোহেল রানার ছেলে। সে জয়পুরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্র।
সংবাদ সম্মেলনে সিহাবের বাবা সোহেল রানা জানান, গত ৭ অক্টোবর রাতে শহরের মাদ্রাসাপাড়া এলাকার একটি মেস থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যান শিহাব। এরপর তার সন্ধান না পেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। সে সময় তার ফোন ট্র্যাক করলে লোকেশন ঢাকা দেখায়। এতে সে উদ্ধার না হওয়ায় র্যাব ক্যাম্প ও সেনা ক্যাম্পেও অভিযোগ করেন। পরে ছাত্রবাস ও একটি ব্যাংকের সিসি ফুটেজে দেখা গেছে শিহাবের নিখোঁজ হওয়ার সময় দুইজন ছেলেকে তার সাথে বের হতে। এছাড়া জয়পুরহাট রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে অজ্ঞাত লোকের সাথে তাকে কথা বলতে দেখা গেছে। বৃহস্পতিবার ২৪ দিন পার হয়ে গেলেও তার কোন খোঁজ পাওয়া যাচ্ছেনা। এজন্য তাকে খুজে বের করতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকদের সহযোগিতা চান তিনি।
শিহাবের বাবা ছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শিহাবের মা লাকি, খালা সেলিনা আক্তার, পারুল আক্তার ও নানা আব্দুস সালাম।
এ বিষয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহেদ আল মামুন জানান, প্রথমে শিহাবের ফোন ট্র্যাক করে ঢাকার অবস্থান জানা গিয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ থাকায় তাকে আর ট্র্যাক করা যায়নি। সে কিভাবে নিখোঁজ হয়েছে বা স্বেচ্ছায় গেছে কিনা সেটাও আমরা তদন্ত করছি। আমরা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।
একে/অননিউজ24
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com