জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর বর্ণাঢ্য শোডাউন

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে বিএনপির তিন মনোনয়নপ্রত্যাশীর নেতৃত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা, লিফলেট বিতরণ ও মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকালে কালাই পৌর শহরের পুলিশ প্লাজার সামনে থেকে র‍্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে শেষ হয়।

তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি প্রচার ও দলের অভ্যন্তরীণ ঐক্য জোরদারের অংশ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে কেন্দ্রীয় কৃষক দলের জলবায়ু বিষয়ক সম্পাদক লায়ন সিরাজুল ইসলাম বিদ্যুৎ, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্বাস আলী, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ফজলে কাদের সোহেলসহ কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুরের বিপুল সংখ্যক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা দলের অভ্যন্তরীণ বিভেদ ভুলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান।

jn

আরো দেখুনঃ