জয়পুরহাট প্রতিনিধি।।
১ দফা কর্মসূচীর অংশ হিসেবে বর্তমান সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জয়পুরহাটে পদযাত্রা করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার দুপুরে শহরের চিনিকল সড়ক থেকে পদযাত্রাটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মন্ডলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলীম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এ্যাডঃ নাফিজুর রহমান পলাশ ও শহর বিএনপির আহবায়ক মতিয়র রহমান।
কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য আব্দুল গফুর মন্ডল, আলি হাসান মুক্তা, সরদার লিয়াকত হোসেন, আনিসুর তালুকদার, আব্দুস সামাদ বাবু, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মুশফিকুল আলম বুলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম, সাবেক সহ-সভাপতি এ্যাড. ফারুক হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম, সদস্য আব্দুল মতিন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাইসুল আলম রিপন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাতী দল, মহিলা দল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
এফআর/অননিউজ