কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা ও নিহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ চলাকালে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১০ জন আহত হয়েছেন।
আজ বৃহষ্পতিবার বেলা ১১ টা থেকে প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা এ আন্দোলন চলার এক পর্যায় ধাওয়া পাল্টা-ধাওয়ায় আহতদের বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও আন্দোলনকারীরা জানান, আজ বৃহষ্পতিবার কমপ্লিট সাট ডাউন চলাকালে আন্দোলনকারী শিক্ষার্থীরা সকাল থেকে সড়ক অবরোধ করেন। বেলা সাড়ে ১১ টার দিকে তারা জেলা শহরের বাজলা স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের জিরো পয়েন্টে আসে।
সেখানে তারা অবস্থান নিলে পুলিশ তাতে বাধা দেয়। পরে পুলিশী বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা অগ্রসর হতে থাকলে পুলিশের সাথে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশশহ ১০ জন আহত হয়েছেন বলে সহপাঠিরা তাদের উদ্ধার করে বিভিন্ন চিকিৎসা প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দেন।
জয়পুরহাট পুলিশ সুপার নূরে আলম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রনে বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com