শ্রমিক মালিক গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মহান মে দিবস ২০২৪ পালিত হয়েছে।
বুধবার (০১ মে) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসকের আয়োজনে শহরের রামদে বাজলা স্কুল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
পরে মুজিবুর রহমান ঢালী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) বিপুল কুমারের সভাপতিত্বে, বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার কে.এম.এ মামুন খান চিশতী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক।
এছার উপস্থিত ছিলেন সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মোটর শ্রমিক ইউনিয়নের সড়ক সম্পাদক জাহাঙ্গীর তুহিনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা।
এ সময় শ্রমিক নেতারা, সাধারণ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে বিভিন্ন আলোচনা করেন।