জয়পুরহাট জেলা প্রতিনিধি।।
জয়পুরহাটে বিশেষ স্বাস্থ ক্যাম্পেইনে এলাকার ৩শাধিক নিম্ন আয়ের মানুষকে অর্থোপেডিক, মেডিসিন, গাইনী ও শিশুরোগ বিষয়ে চিকিৎসা প্রদান করেছে গুড নেইবারস বাংলাদেশ নামে একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা।
আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় দিনব্যাপী এ ক্যাম্পেইনের উদ্বোধন করে কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি।
সংস্থাটির কালাই সিডিপি’র আয়োজনে উপজেলার মোলামগাড়ী বাখড়া এলাকায় আয়োজিত ক্যাম্পেইনে ৪জন বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে মাত্র ১শ টাকায় চিকিৎসা প্রদান শেষে ৫ শতাধিক মানুষকে ৬০ ভাগ ছাড়ে স্বাস্থ্য সুরক্ষা পণ্য ও ৫০ ভাগ ছাড়ে সব ধরণের ঔষধ দেওয়া হয়েছে।
এ সময় এক স্বাস্থ্য সচেতন এক সভায় বক্তব্য রাখেন কালাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবানা আক্তার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমান, সংস্থাটির ব্যবস্থাপক প্রাঞ্জলী মৃ, বিশেষজ্ঞ চিকিৎসক অমিতাভ তালুকদার, এডমিন অফিসার আসমান আলী, হেলথ অফিসার মরিয়ম ইয়াছমিন।
সংস্থাটির এমন উদ্যোগে বিভিন্ন এলাকা থেকে আসা স্বল্প আয়ের নারী পুরুষসহ সব বয়সী মানুষেরা সন্তোস প্রকাশ করছেন।
এফআর/অননিউজ