জয়পুরহাট প্রতিনিধি।।
বীর মুক্তিযোদ্ধা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২৩ এর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে, জয়পুরহাট পৌরসভার সহযোগীতায় ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হবে।
জয়পুরহাট স্টেডিয়াম মাঠে টূর্ণামেন্ট এর শুভ উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ও সভাপতি রাজশাহী বিভাগীয় ক্রীরা সংস্থা ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ূন কবীর।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা ক্রীরা সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন।
এফআর/অননিউজ