জয়পুরহাট পৌর সদরের জানিয়ার বাগান এলাকার একটি ফ্লাটের পাঁচতলা থেকে মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকালে হাত ও মুখে কসটেপ পেচানো অবস্থায় সাজেদা ইসলাম সাজ (৩৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত গৃহবধূ সাজেদা ইসলাম পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী।
নিহতের স্বজনরা জানান, গত বছর নভেম্বর মাসে ডাক্তার পারভিন আক্তারের বাসার পঞ্চম তলা ভাড়া নিয়ে বসবাস করছিল। ঘটনার দিন নিহতের ছোট মেয়ে আরিফা এসএসসি পরিক্ষা দিয়ে বাসায় এসে তার মায়ের হাত ও মুখ বাঁধা অবস্থায় মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই বাড়ির বর্তমান ও সাবেক দুজন গৃহপরিচারিকাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যা রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।