জয়পুটহাটে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী উপলক্ষে শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে প্রায় ১ হাজার অসহায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সুবর্ণজয়ন্তী জাতীয় উদযাপন কমিটি বাংলাদেশ আওয়ামী যুবলীগের আয়োজনে, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রচার সম্পাদক জয়দেব নন্দীর সঞ্চালনায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পালের সভাপতিত্বে, প্রধান অতিথি উপস্থিত ছিলেন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা।
বিশেষ অতিথি ছিলেন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক ডাঃ হেলাল উদ্দিন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, সহ-সম্পাদক রাজু আহমেদ, জয়পুরহাট জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অধ্যাপক সুমন কুমার সাহা, সাধারণ সম্পাদক রাসেল দেওয়ান মিলন, জেলা ও উপজেলার সভাপতি এবং সাধারণ সম্পাদকগণসহ নেতারা উপস্থিত ছিলেন।