জয়পুরহাটের ক্ষেতলাল মালীপাড়ায় গতকাল ১১ টায় ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৫ জন নিহতর ঘটনায় পলাতক ট্রাকচালকে গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫, সদস্যরা।
আজ বুধবার ভোররাতে তাকে তথ্য প্রযুক্তির সহায়তায় বগুড়া জেলার দুপচাঁচিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ট্রাকচালক হলেন দুপচাঁচিয়া উপজেলার মাটিহাস গ্রামের সেকেন্দার আলীর ছেলে।
বুধবার বিকেলে প্রেস ব্রিফিং জয়পুরহাট র্যাব-৫ এর কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জানান, উক্ত আসামিকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে গত ৬ দিন যাবত দেশের বিভিন্ন প্রান্তে বিরতিহীনভাবে গাড়ি নিয়ে ছুটে বেড়িয়েছে। পূর্বে সে হেল্পার ছিল। তার প্রাতিষ্ঠানিক কোন ড্রাইভিং প্রশিক্ষণ নেই। চালকের সহযোগীকে গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে।
এব্যাপারে জয়পুরহাটের ক্ষেতলাল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে