জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে ঈদ উপলক্ষে পাঁচ হাজার সদস্যদের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, আটা, চাল ও বেকার, বয়স্ক শ্রমিকদের মাঝে শাড়ি লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে মটর শ্রমিক ইউনিয়ন অফিসের নিজস্ব ভবনে এসব বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায়, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা।
আমন্ত্রিত অতিথিরা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, পৌর মেয়র ও মটর শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোস্তাফিজুর রহমান মোস্তাক, জয়পুরহাট রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গোলাম হক্কানী ও বাস মিনিবাস মালিক গ্রুপের সভাপতি আনিছুর রহমান লিটন।