জয়পুরহাট বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ের সম্পাদক হুমায়ুন কবির খাঁন সাংবাদিক ও নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।
বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় জয়পুরহাট মটর শ্রমিক ইউনিয়ন কার্যালয় কার্যকারী সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদ হিম্মত আলীর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্যে রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি সংগঠনিক সম্পাদক কালাম হোসেন রবি, জেলা মটর শ্রমিক ইউনিয়ন সভাপতি, গোলাম মর্তূজা শিপলুসহ
অত্র ইউনিয়নের সকল নেতাকর্মীবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দল যার যার শ্রমিক সব এক কাতার, বিগত সরকারের আমলে শ্রমিকদের বিরুদ্ধে সকল কালো আইন বাতিলসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
একে/অননিউজ24