জয়পুরহাট সম্মিলিত শ্রমিক ফেডারেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ৩ হাজার শ্রমিকের মাঝে ঈদ সামগ্রী সেমাই চিনি কাপড় সহ অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২ টায় শহরের শহীদ ডাঃ আবুল কাশেম ময়দানে সম্মিলিত শ্রমিক ফেডারেশনের আয়োজনে এসব সামগ্রী বিতরণ করা হয়।
সম্মিলিত শ্রমিক ফেডারেশন সাধারণ সম্পাদক আব্দুল মতিন এর সঞ্চালনায়, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সভাপতি, আলহাজ রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম"বিপিএম।
বিশেষ অতিথি ছিলেন, জয়পুরহাট পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ, সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক। এছাড়া সংগঠনের অন্যান্য নেতার উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ