জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে আন্তঃ হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার ( ১৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮ টায় কলেজের ক্রীড়াঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন এবং ক্যাডেটদের মনোমুগ্ধকর বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এম ইসমাইল আরমান।
বিশেষ অতিথি ছিলেন, মেডিকেল অফিসার ক্যাপ্টেন আঁখি তামান্না, এ্যাডজুটেনট মেজর তাসমিম রোকাইয়া রিয়া, উপাধ্যক্ষ আবু হেনা মোঃ মিজানুর রহমান।
পাঁচ দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতায় ক্যাডেটবৃন্দ ২৫ টি ইভেন্টে অংশগ্রহণ করবেন।
এছাড়া কর্মকর্তা, অনুষদ সদস্য এবং অন্যান্য কর্মচারী ও তাদের পরিবারবর্গের জন্য বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়েছে।
অত্র ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি থাকবেন, সহকারী বিমান বাহিনীর প্রধান রুসাদ দিন আসাদ।