পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাট পৌরসভার নাগরিকদের সন্মানে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৪ এপ্রিল) বিকেলে জয়পুরহাট মহাবিদ্যালয় প্রাঙ্গণে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠুর আয়োজনে পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক এর সার্বিক সহযোগীতায় জেলার বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ পৌর সদরের নাগরিকদের নিয়ে ইফতার মাহফিল করা হয়।
এ সময় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম হক্কানি, যুগ্ম সাধারণ সম্পাদক ও জয়পুরহাট পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, সদর উপজেলা কমান্ডার আফছার আলী, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক এটিএম আলমগীর কোবির অভ্র, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান ইকবাল হোসেন সাবু, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, ধলাহার ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন, আমদই ইউপি চেয়ারম্যান শাহানুর আলম সাবু, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রমজান আলী সরদারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উক্ত ইফতার মাহফিলের সঞ্চালনা করনে, জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ।
এ সময় উপস্থিত জনপ্রিনিধিরা বলেন, মিঠু চেয়ারম্যান কে আমরা দাঁড়িয়ে দিয়েছি সে নিজ ইচ্ছায় দাঁড়াতে চায়নি। সে নির্বাচিত হলে কারও হক নষ্ট হবেনা এবং কেউ অধিকার বঞ্চিত হবেনা। সেই সাথে জয়পুরহাট সদর উপজেলার ব্যাপক উন্নয়ন হবে।
এফআর/অননিউজ