‘জয় বাংলা’ স্লোগান দিয়ে যুবদল নেতাকে ‘পেটালেন’ পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক।।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়ন যুবদল আহ্বায়ক কাইয়ুম মাতুব্বরকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মারধরের অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। সোমবার (১ ডিসেম্বর) সকালে কাইচাইল নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কাইয়ুম মাতুব্বর কাইচাইল নতুন বাজারের রুহুল আমিনের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় কাইচাইল গ্রামের বাসিন্দা ও সিআইডির মাদারীপুর জোনে কর্মরত পুলিশ কর্মকর্তা আজগর আলী ছুটিতে বাড়িতে এসে বাজারে উপস্থিত হন। অভিযোগ রয়েছে, তিনি সেখানে এসে হঠাৎ উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। কাইয়ুম মাতুব্বর তাকে এভাবে স্লোগান না দিতে অনুরোধ করলে আজগর আলী ও তার সহযোগীরা কাইয়ুমের ওপর চড়াও হয়ে মারধর করেন।

আহত যুবদল নেতা কাইয়ুম মাতুব্বর বলেন, ‘আমি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ আজগর ও তার সহযোগীরা এসে স্লোগান দেয়। আমি নিষেধ করলে তারা আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। বর্তমানে আমি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।’

অভিযুক্ত পুলিশ কর্মকর্তা আজগর আলী অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমি ছুটিতে বাড়িতে এসেছিলাম। সকালে বাজারে গিয়ে দেখি দুই পক্ষের মধ্যে তর্কবিতর্ক চলছে। আমি উপস্থিত হয়ে সবাইকে চুপ থাকতে বলি। পরে বাড়িতে এসে শুনি আমি তাদের মেরেছি। এটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।’

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘লিখিত অভিযোগ পেলে বিষয়টি নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সূত্রঃ barta bazar
আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ