সুভাষ বিশ্বাস, নীলফামারী
নীলফামারী জলঢাকা পৌরসভার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন মনিহাড়ি পট্টিতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।শনিবার(৮ জুলাই) রাত ১১ টার দিকেআব্দুর রউফ এর দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। এ আগুনের লেলিহান শিখায় ৩ টি মনিহারী দোকানসহ আরও একটি চায়ের দোকান পুুড়ে গেছে ।
এতে, ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২ কোটি টাকার মত হবে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে নীলফামারী, জলঢাকা, কিশোরগঞ্জ ও ডোমার ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিটের কর্মীর চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের অনেকেই আহত হয়েছে। ক্ষতিগ্রস্থ দোকানদাররা হলেন, মনিহারী দোকানের মালিক আমজাদ হোসেন, ছাইফুল ইসলাম, আব্দুর রউফ ও চায়ের দোকানদার সুবাস চন্দ্র রায় ।
নীলফামারী জেলা ফায়ারসার্ভিস এর উপ সহকারী এনামুল হক গনমাধ্যমকে জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত করে বলা যাবে। এ জন্য তদন্ত কমিটি গঠন করা হবে।