জলাতঙ্ক দিবসে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রাণিসম্পদ বিভাগের র‌্যালী ও আলোচনা সভা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে বিশ্ব জলাতংক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার দুপুরে শহরের বোর্ডিং মাঠ সংলগ্ন জেলা প্রাণিসম্পদ বিভাগের কার্যালয় থেকে একটি জনসচেতনতামূলক র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার কাজী নজরুল ইসলাম। এ সময় তিনি জলাতংকের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং জলাতংকের দ্বারা আক্রান্ত হওয়ার হাত থেকে রক্ষায় জনসাধারণকে সচেতন হওয়ার আহবান জানান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ শাহজালাল, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ‍নূর মোহাম্মদ শাফী প্রমূখ। সভায় বিভিন্ন খামার প্রতিষ্ঠানের প্রতিনিধি, মাঠ সহকারী, স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

আরো দেখুনঃ