কুমিল্লার তিতাসে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
৯ এপ্রিল মঙ্গলবার বিকেলে উপজেলার বলরামপুর ইউনিয়নের উলুকান্দি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন আব্দুর রহিম সরকারের বাড়িতে বলরামপুর ইউনিয়নের ৪টি গ্রামের ১৭০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ও হোমনা উপজেলার মিরাশ আল কারীম নুরে মাদিনা সুন্নীয়া মহিলা মাদ্রাসায় ২০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী ইকরাম সরকারের তত্বাবধানে এবং জাগরণ স্বদিচ্ছা ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ সাজ্জাদ হোসেন সজিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুর নবী।
কবি সুমন রায়হানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মেম্বার, বর্তমান ইউপি সদস্য আবুল কালাম আজাদ, ইউপি সদস্য রমজান বেপারী, উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল হোসেন, ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, তারুণ্যের আলোর প্রতিষ্ঠাতা বশির আহমেদ, বিশিষ্ট সমাজসেবক শেখ ফরিদ মুন্সী, আজিজ মাস্টার সহ স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ।
এফআর/অননিউজ