জাগ্রত মানবিকতার উদ্যােগে শীতবস্ত্র বিতরণ
মাহফুজ নান্টু, কুমিল্লা ।।
স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার উদ্যােগে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে আনন্দিত হয়েছেন নিম্নআয়ের মানুষজন।
মঙ্গলবার বিকেলে আদর্শ সদর উপজেলার আলেখারচর দারুচ্ছুন্নাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে পাঁচ শতাধিক নিম্নআয়ের মানুষের মাঝে শীতবস্ত্রগুলো বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর, কুমিল্লা ক্রিকেট কমিটির সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার উপদেষ্টা সাইফুল আলম রনি। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ শেষে সাইফুল আলম রনি বলেন, জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবকরা মুমূর্ষু রোগীদের জন্য রক্ত সংগ্রহের কাজ করে। প্রতিদিন গড়ে ৪/৫ ব্যাগ রক্ত জোগাড় করে। এটা খুবই কঠিন একটি কাজ। যাদের রক্তের প্রয়োজন এবং যারা এই রক্ত জোগাড় করে দেয় তারাই জানে এক ব্যাগ রক্তের কি মূল্য। কারন এক ব্যাগ রক্ত একজন মানুষের জীবন বাঁচাতে পারে। রক্তদানের পাশাপাশি সমাজের অসহায় নিম্ন আয়ের মানুষদের জন্য আমরা দায়বদ্ধতা অনুভব করি। আমরা যেন আমাদের সামাজিক কাজগুলো করে যেতে পারি সে জন্য সবার দোয়া চাই।