সাকিব আল হাসান সরিয়ে শান্তকে জাতীয় দলের তিন ফরম্যাটে অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা সিরিজ শুরু হবে নাজমুল হাসান শান্ত অধ্যায়। তাই জাতীয় দলে ফিরতে টাইগার অধিনায়কের সমর্থন আশা করেছেন তরুণ পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন।
ইনজুরির কারণে দীর্ঘ দিন জাতীয় দলের বাইরে রয়েছে সাইফউদ্দিন। ইনজুরি ভালোভাবে না সেরে ওঠাই চলমান বিপিএলের ঢাকা ও সিলেট পর্বে খেলতে পারেননি তিনি। তবে মাঝপথে ফিরেছেন ফিরেছেন তিনি। প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ২৪ রান দিয়ে ১ উইকেট পান তিনি। ওই ম্যাচে ২ চার ও সমান ছক্কায় ১৮ বলে ৩০ রান করেন সাইফউদ্দিন।
পরের ম্যাচে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ব্যাট হাতে নামার সুযোগ না পেলেও বল হাতে নেন তিন উইকেট। সবশেষ ম্যাচে ব্যাট ও বল হাতে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। ৪ ওভারে ২৬ রান দিয়ে তিন উইকেট নেন। এর আগে ব্যাট হাতে ৬ বলে ২৬ রানের ঝড়ো ইনিংস খেলেন। তবে শ্রীলঙ্কা সিরিজের দলে জায়গা হয়নি তার।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে ফরচুন বরিশালের অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাইফউদ্দিন। সেখানে তিনি বলেন, গতকালকে ফোনে ওর সঙ্গে আমার কথা হয়েছে। আমি অনেক খুশি কারণ, সেই বাল্যকাল থেকে বয়সভিত্তিকে খেলে আসছি, দীর্ঘদিন আবাহনীর হয়ে খেলছি। আমাকে ও ভালো বুঝবে। ওর সামনে আমি অনেকগুলো সেরা ইনিংস সেটা ব্যাটিং হোক, বোলিং হোক করে দেখিয়েছি। আমার বিশ্বাস ও আমাকে সমর্থন দেবে দলে ফেরার ক্ষেত্রে।
শ্রীলঙ্কা সিরিজে না থাকলেও জতীয় দলে ফেরা নিয়ে সাইফউদ্দিন বলেন, কিছুদিন আগে আমি ইনজুরি থেকে উঠে এসেছি তাই হয়ত শ্রীলঙ্কা সিরিজে পরিকল্পনায় রাখেনি। আমি আশাবাদী যদি আরও ভালো খেলি। যেহেতু শ্রীলঙ্কা সিরিজ মিস হয়েছে, সামনে বিশ্বকাপের আগে যে সিরিজ থাকবে সেখানে হয়ত বিবেচনা করবে। সেই লক্ষ্যে আমি আমার সেরাটা দিয়ে অনুশীলন করার চেষ্টা করব, নির্বাচকদের নজরে আসার চেষ্টা করবো।
‘সত্যি বলতে আমার তো আর হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু ছিল। ইনশাআল্লাহ আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করতেছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেমন নিজের সেরাটা দিয়ে সামনে এগিয়ে যেতে চায় আমিও ওই চিন্তা ভাবনা নিয়েই মাঠে নেমেছি। যদিও আমি আমার সেরাটা দিতে পেরেছি কি না জানি না। তবে চেষ্টা করছি আরও ভালো করতে নিজের সেরাটা দিয়ে দলকে সামনে নিয়ে যেতে। ’
সবশেষ ২০২২ সালের অক্টোবরে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে সাইফউদ্দিন। এরপর থেকেই দলের বাইরে রয়েছেন তিনি।
এফআর/অননিউজ