নীলফামারীতে ২টি আসনে লাঙ্গল প্রতীকের আগাম বিজয়ী ঘোষণায় রিটার্নিং অফিসার বরাবর অভিযোগ করেছেন স্বতন্ত্র ও অন্যান্য রাজনৈতিক দলের ৮ প্রার্থী।
আজ ৩০ ডিসেম্বর দুপুরে নীলফামারী -৩ আসনে (জলঢাকা) র বাংলাদেশ কল্যাণ পার্টির বাদশা আলমগীর, গণতন্ত্রী পার্টির হাজী মো: মোজাম্মেল হক স্বতন্ত্র প্রার্থী কাজী ফারুক কাদের, মারজিয়া সুলতানা, সাদ্দাম হোসেন পাভেল, মো: হুকুম আলী।
নীলফামারী - ৪ স্বতন্ত্র প্রার্থী (সৈয়দপুর কিশোরীগঞ্জ) মো: মোকসেদুল মোমিন ও আজিজুল হক স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ এর নিকট জমাদেন।
নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে রানা মোহাম্মদ সোহেল ও নীলফামারী -৪( সৈয়দপুর কিশোরীগঞ্জ) আসনে আহসান আদিলুর রহমান জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ বিষয়ে আহসান আদিলুর রহমান ও রানা মোহান্মদ সোহেল কথা বলতে রাজি নয় বলে জানিয়েছেন।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com