খাগড়াছড়ি প্রতিনিধি।।
মানবস্বাস্থ্যের ক্ষতিকারক বিষক্রিয়া সৃষ্টি কারী রাসায়নিক দ্রব্য উৎপাদান খাদ্যোপকরণে ব্যবহার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরী প্রতিরোধ ও নিরাপদ খাদ্য বৃদ্ধির লক্ষে খাগড়াছড়িতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার হয়েছে।
আজ মঙ্গলবার খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার হয়। সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ।
বক্তব্য অতিরিক্ত জেলা প্রশাসক মো: নজরুল ইসলাম, রাখেন দৈনিক অরণ্যবার্তার সম্পাদক সিনিয়র সাংবাদিক চৌধুরী আতাউর রহমান, চট্টগ্রাম ভোক্তা অফিসের সহকারী পরিচালক নাশরিন আক্তার প্রমুখ।
এসময় খাগড়াছড়ি আবাসিক হোটেল মালিক সমিতির সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, বাজার ব্যবসায়ী সমিতি , হোটেল মালিক, রেস্তোরাঁ মালিক, সামাজিক ব্যক্তিত্ব, সিআরবি সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
এফআর/অননিউজ