সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
জাতীয় পার্টির অঙ্গসংগঠন জাতীয় যুবসংহতি ফেনীর সোনাগাজী উপজেলা ও পৌরসভা শাখার সম্মেলন সোমবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন জেলা যুব সংহতির আহবায়ক জহিরুল ইসলাম রায়হান। সম্মেলনে আতিকুর রহমান সুমন উপজেলা সভাপতি ও মো.সেলিম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পৌরসভায় সাইফুল ইসলাম সভাপতি ও ভোলা মিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সাবেক উপজেলা আহবায়ক আতিকুর রহমান সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সভাপতি মোতাহের হোসেন রাশেদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহির উদ্দিন ভিপি জহির, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম বাঁশি, জেলা সহসভাপতি ও সোনাগাজী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুগ্মসাধারণ সম্পাদক মোশারফ হোসেন মৃধা ও জেলা যুবসংহতির সদস্য সচিব মিনহাজ মোরশেদ পাটোয়ারী।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, চরমজলিশপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এমএ তাহের ও মতিগঞ্জ ইউনিয়ন সভাপতি মো.সাহাব উদ্দিন প্রমুখ।
এফআর/অননিউজ