জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে তথ্য অফিসের আলোচনা সভা

নড়াইল প্রতিনিধি।।
স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নড়াইলে তথ্য অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার পৌরসভার বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম-আল-মামুনের সভাপতিত্বে সভায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা করেন জেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বরাশুলা শিশুসদন কমপ্লেক্স ক্যাডেট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ নাছির উদ্দিন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা সহকারী তথ্য অফিসার মনিরুল বাশার প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা শোকাবহ আগষ্টের বিভিন্ন ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেন। শোককে শক্তিতে রূপান্তরিত করে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে সকলকে সক্রিয় অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে বীরমুক্তিযোদ্ধা, মাদ্রসাার শিক্ষক- শিক্ষার্থী, সাংবাদিক সহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এফআর/অননিউজ

আরো দেখুনঃ