পাবনা প্রতিনিধি।।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাননের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী বিভিন্ন ইউনিয়নে শোকসভা দোয়া মাহফিল ও খাবার বিতরণের উদ্যোগ হাতে নিয়েছে সুজানগর উপজেলা আওয়ামীলীগ।
তার ওই ধারাবাহিকতায় (২০-০৮-২০২৩ ইং ) রবিবার বিকেলে পাবনা সুজানগর উপজেলার, মানিকহাট ইউনিয়ন আওয়ামীলীগ ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কর্তৃক আয়োজিত শোক সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ও পাবনা ২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী, কামরুজ্জামান উজ্জ্বল।
বিশেষ অতিথি ছিলেন, সুজানগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব, বেড়া উপজেলা চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, সাবেক সুজানগর উপজেলা চেয়ারম্যান ও সুজানগর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল কাদের রোকন , জেলা আওয়ামীলীগের উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক, সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, এছাড়াও জেলা, উপজেলা,ইউনিয়ন পর্যায়ের ছাত্রলীগ যুবলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মানিকহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শফিউল ইসলাম শফি ।
এফআর/অননিউজ