‘স্মার্ট হবে স্থানীয় সরকার- নিশ্চিত করবে সেবার অধিকার’ এ শ্লোগাণকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে একটি বণার্ঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে নেতৃত্ব দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপা।
র্যালি শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপার সভাপতিত্বে উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরীর উপস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, নবীপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান ভিপি জাকির হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, রামচন্দ্রপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া খোকন, উপ সহকারী প্রকৌশলী (বিএডিসি) কাউছার আলম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী রাসেল মিয়া, ইউএনও অফিসের উপ-প্রশাসনিক কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রধান সহকারী হারুন অর রশীদ, এলজিইডির হিসাব সহকারী জয়নাল আবেদীন ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান প্রমুখ।
এফআর/অননিউজ