ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি
জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী হাফেজ আফফান বিন সিরাজকে সংবর্ধনা দিয়েছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রশাসন।
হাফেজ আফফান বিন সিরাজ ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ছোটপুল এলাকার মাওলানা সিরাজুল ইসলামের সন্তান।
এর আগে গত ১৩ আগস্ট ধর্ম মন্ত্রনালয়ের তত্ত্বাবধানে ও বাংলাদেশ দ্বীনিসেবা ফাউন্ডেশনের আয়োজনে সারাদেশে থেকে ৬০ হাজার প্রতিযোগিদের বাছাই শেষে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জণকারী হাফেজ আফফান বিন সিরাজকে প্রথম পুরস্কার তুলে দেন।
হাফেজ আফফান বিন সিরাজ’র ত্রিশালের নিজ বাড়ীতে আগমন উপলক্ষে শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ আফফান বিন সিরাজকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদ।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বালিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ বাদল, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইন, ইফা ময়মনসিংহের ট্রেইনার মোঃ দেলোয়ার হোসাইন, ইফা ত্রিশালের ফিল্ড সুপার ভাইজার মামুনুর রশিদ, জামিয়া ছিদ্দিকিয়া মাদরাসার মুহতামিম মাওলানা এখলাছ উদ্দিন, মারকাজুত তাহফিজ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আবু তাহের মিসবাহ, বালিপাড়া উলামা পরিষদের সাধারন সম্পাদক মাওলানা লুৎফর হোসেন, সংবর্ধিত হাফেজ আফফানের পিতা মাওলানা সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদ মসজিদের ইমাম মালানা হিজবুল্লাহ প্রমূখ।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com