বিএফএফ জাতীয় বিজ্ঞান বিতর্কে উৎসবে দেশ সেরা কুমিল্লার নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। কুমিল্লার দলে ছিলেন নবম শ্রেণির কৃতি ছাত্রী সুমাইয়া তাসনিম বিন্তী, ফারহা ইসলাম ও সালফিয়া তানহিয়াত নুজাইমা। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি। সমকাল সম্পাদক মুস্তাফিজ শফির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফএফ এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, প্রফেসরস কারেন্ট অ্যাফেয়ার্স এর স্বত্বাঅধিকারী জসিম উদ্দিন। বিজয়ী দলের ৩ জনকে একটি করে লেপটপ, ক্রেস্ট ও সনদ দেয়া হয়।
সাইফুল ইসলাম সুমন,অননিউজ24।।