জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে ফেনীর সোনাগাজীতে মৎস্য অধিদফতরের উদ্যোগে এস ডি এফ কার্যালয়ে শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করা হয়েছে। ২৩-২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে সপ্তাহব্যাপী নানা কর্মসূচী সম্পর্কে অবহিত করেন মৎস্য অধিদফতর সোনাগাজী উপজেলার কর্মকর্তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা মৎস্য কর্মকর্তা তুর্য সাহা, মেরিন ফিসারিজ কর্মকর্তা খায়রুল বাসার ও এস. ডি.এফ এর ক্লাস্টার কর্মকর্তা সুলতানা আক্তার।
সপ্তাহব্যাপী কর্মসূচীগুলোর মধ্যে রয়েছে- ২৩ জুলাই সংবাদ সম্মেলন ও মাইকিং, ২৪ জুলাই র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, মৎস্য পুরস্কার প্রদান, মাছের পোনা অবমুক্ত করণ, প্রামাণ্য চিত্র প্রদর্শন, ২৫ জুলাই প্রান্তিক মৎস্য চাষী ও মৎস্য জীবীদের সাথে মতবিনিময়, ২৬ জুলাই অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, ২৭ জুলাই মৎস্যজীবীদের পরামর্শ ও সেবা প্রদান, পুকুর ও পানি পরীক্ষা, ২৮ জুলাই সুফল ভোগীদের প্রশিক্ষণ, ২৯ জুলাই মৎস্য সপ্তাহের মূল্যায়ণ ও সমাপনী অনুষ্ঠান ইত্যাদি।
বক্তারা বলেন, সোনাগাজী উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে ৪ হাজার ৫৮৪ জন মৎস্য চাষী রয়েছে। ৬ হাজার ২৫৯ টি পুকুর যার আয়তন ১ হাজার ১৭০.০৭২ হেক্টর, এতে উৎপাদিত মৎস্যের পরিমাণ ৪ হাজার ৩৭০.২ মেট্রিক টন, যা ফেনী জেলায় সর্বোচ্চ। মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি করতে গণমাধ্যম কর্মীদের সহায়তা কামনা করেন তারা।
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com