জানালা দিয়ে কাপড় আনতে গিয়ে বিদ্যুৎস্পর্শে ৭ মাদরাসা শিক্ষার্থী দগ্ধ
অনলাইন ডেস্ক।।

ব্রাহ্মণবাড়িয়ায় ছাদ থেকে পড়ে যাওয়া কাপড় জানালা দিয়ে আনতে গিয়ে বাহিরে থাকা বিদ্যুতের লাইনে স্পর্শে রুমে থাকা মহিলা মাদরাসার সাতজন শিক্ষার্থীসহ আটজন দগ্ধ হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বিকেল জেলা শহরের ভাদুঘর এলাকায় অবস্থিত দারুণ নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থীরা হলেন, নবীনগর উপজেলার তালগাটি গ্রামের নুরুল হকের মেয়ে নুসরাত (১০), সিরাজগঞ্জ জেলার আবু সাইদের মেয়ে সাদিয়া খাতুন (৬), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে রওজা আক্তার (১২), শিক্ষার্থী আফরিন, তাইবা, ভাদুঘর এলাকার কাবির মিয়ার মেয়ে জান্নাতুল মাওয়া (৮), কসবা উপজেলার শিমরাইল গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে উম্মে আইমান (৫) এবং মাদরাসার আয়ার দায়িত্বে থাকা ভাদুঘর এলাকার তুফাজ্জল হোসেনের স্ত্রী আলেয়া (২২)।
স্থানীয় ও মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, মাদরাসার চারতলা থেকে বাহিরে একটি কাপড় পড়েছিল বিদ্যুতের তারের ওপর। সেখানের দায়িত্বরত আয়া আলেয়া সেই কাপড়টিকে জানালা দিয়ে একটি স্টিলের লম্বা পাইপ দিয়ে আনার চেষ্টা করেছিল। লম্বা পাইপটি কাপরে লাগার সঙ্গে সঙ্গেই সেখানে থাকা বিদ্যুতের তারে শক লেগে মহিলার গায়ে লাগে। তখন বিদ্যুতের তারে থাকা আগুনের স্ফুলিঙ্গ বাষ্পীয় হয়ে রুমের ভিতরে থাকা ছাত্রীদের গায়ে লাগে। পরে স্থানীয়রা আহত শিক্ষার্থীদের সদর হাসপাতালের নিয়ে যায়। এরপর তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাহারুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম। এ সময় তিনি মাদরাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে বলেন, বিদ্যুতের তার থেকে কাপড় আনতে গিয়ে স্ফুলিঙ্গ হয়ে তারা আহত হয়েছেন।
ইতিমধ্যে চারজন শিক্ষার্থীকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কা মুক্ত হওয়ায় তাদেরকেও আজ হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হতে পারে। তাদের কোন আর্থিক সহযোগিতার প্রয়োজন হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তা দেয়া হবে।
সূত্রঃ channel24
আই/অননিউজ২৪।।