সদ্য বিয়ের খবর দিয়ে চমকে দিয়েছিলেন ছোটপর্দার নায়িকা মৌসুমী হামিদ। এবার সেই একই পথে হাটলেন ছোট পর্দারই জনপ্রিয় অভিনেতা জোভান।
শুক্রবার (১২ জানুয়ারি) বিয়ে সেরেই রাত ৯টায় নিজের আনন্দঘন মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। তবে তার স্ত্রী কে? তাকে নিয়ে তৈরি হয়েছে মানুষের আগ্রহ! এবার জানা গেল জোভানের স্ত্রীর পরিচয়।
জানা গেছে, জোভানের পাত্রীকে পারিবারিকভাবে ঠিক করা হয়। তবে বিয়ের আগে একে অন্যকে জানতে প্রায়ই দুজনের সঙ্গে কথা হতো। এরপর গত মাসে বিয়ের আগের সব রীতিনীতি সম্পন্ন হয়। অভিনেতা ফারহান আহমেদ জোভান সাদাকালো কাপল ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘অ্যান্ড উই বোথ সেইড আলহামদুলিল্লাহ, কবুল’।
দেশের একাধিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, যাকে বিয়ে করেছেন তিনি জোভানের প্রেমিকা। বিনোদন জগতের কেউ নন। বাসা রাজধানীর পুরান ঢাকায়। পড়ছেন বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথে।
জানা গেছে, জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা, যিনি জোভানের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। আর প্রেম থেকেই বিয়ে।
সূত্র : বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম
এফআর/অননিউজ