জিকে শামীমের ভাইয়ের গ্রেফতার ও শাস্তির দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ
নজরুল ইসলাম শুভ, সোনারগাঁ(নারায়ণগঞ্জ)।।
কারাগারে আটক আলোচিত জিকে শামীম,তার বড় ভাই নাসিমের গ্রেফতার ও শাস্তির দাবীতে সোনারগাঁয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ই জুন) দুপুরে সোনারগাঁ উপজেলা পরিষদের সামনে ১০টি ইউনিয়নের ইউপি সদস্য এবং এলাকাবাসী এ মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার সনমান্দি ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার ফজলুল হকের নামে বরাদ্দকৃত সরকারি কাজ থেকে ৪ লক্ষ টাকা চাঁদাদাবী করেন কারাগারে আটক থাকা জিকে শামীমের বড় ভাই নাসিম ও তার সন্ত্রাসী বাহিনী। দাবীকৃত চাঁদা দিতে রাজি না হলে জিকে তারা নির্মাণকৃত রাস্তা কেটে ফেলে। এছাড়াও মেম্বারের বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সদস্যদের আহত করে এবং নগদ অর্থ লুট করে নিয়ে যায়।
এছাড়াও এলাকায় বিভিন্ন সময় নানা ভয়ভীতি দেখিয়ে দীর্ঘদিন যাবত তারা পুরো ইউনিয়নকে জিম্মি করে রেখেছে বলেও দাবী করেন বক্তারা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, উপজেলার দশটি ইউনিয়নের ইউপি সদস্যসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন শেষে নাসিমের গ্রেফতার ও শাস্তির দাবীতে সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন সকল ইউপি সদস্যগণ।
উল্লেখ,পূর্বে ভুক্তভোগী ইউপি সদস্য ফজলুল হক নাসিমের বিরুদ্ধে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করেন।