জি-২০ দেশগুলোর ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের তৃতীয়তম সম্মেলন ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে শুরু হয়েছে। সোমবার (২২ মে) থেকে শুরু হওয়া আন্তর্জাতিক এ সম্মেলন উপলক্ষে জম্মু-কাশ্মীরের উন্নয়ন দেখাতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন ভারতের সরকারি কর্মকর্তা এবং বিজেপি নেতারা। কিন্তু অভিযোগ উঠেছে, শ্রীনগরের উন্নয়ন দেখাতে গিয়ে বাংলাদেশের একটি সড়কের ছবি ব্যবহার করা হয়েছে।
টেলিগ্রাফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘শ্রীনগরের উন্নত বুলেভার্ড রোড’র বর্ণনা প্রকাশে বাংলাদেশের পটুয়াখালী জেলার ঝাউতলার একটি ছবি। প্রচারকদের দাবি, জি২০ সম্মেলন সামনে রেখে কাশ্মীরে ‘রূপান্তরের অত্যাশ্চর্য প্রতীক’ এই ছবিটি। এই দাবি করা ব্যক্তি বা সংস্থাগুলোর মধ্যে রয়েছে জম্মু-কাশ্মীরের বুদগাম তথ্য ও জনসংযোগ বিভাগ (ডিআইপিআর)। তারা ঝাউতলার ছবিটি ব্যবহার করে ক্যাপশনে লিখেছে, শ্রীনগরে জি-২০ সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিদের স্বাগত জানাতে বুলেভার্দ রোডকে নতুন চেহারা দেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগও বুলেভার্দ রোডের ভুয়া ছবিটি শেয়ার করেছে। ব্যবহার করা ছবিটি গত ৬ ফেব্রুয়ারি ‘ঝাউতলা পটুয়াখালী’ নামে একটি ফেসবুক পেজের প্রোফাইল পিকচার হিসেবে আপলোড করা হয়েছিল।
এফআর/অননিউজ