ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৩ এপ্রিল) উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া বৈধ প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ। প্রতীক পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রার্থীরা শুরু করেন ভোটের প্রচারণা।
উপজেলা চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মোট ১৬ জন প্রার্থীর মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শাহীন আকন্দ এর কার্যালয়ে প্রতীক বরাদ্দ করা হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক- আনারস প্রতীক পেয়েছেন, বর্তমান ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস- মোটর সাইকেল প্রতীক পেয়েছেন, সাবেক ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি- কাপ-পিরিচ প্রতীক পেয়েছেন, আমেরিকা প্রবাসী কবির উদ্দিন- দোয়াত কলম প্রতীক পেয়েছেন, আমেরিকা প্রবাসী মোহাম্মদ নাসির উদ্দিন- কড়াই প্রতীক পেয়েছেন ও পশ্চিমজুড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন- ঘোড়া প্রতীক পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আনজুমানে আল ইসলাহ’র সভাপতি মোহাম্মদ আব্দুস শহীদ- টিয়া পাখি প্রতীক পেয়েছেন, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শামীম আহমেদ- মাইক প্রতীক পেয়েছেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শেখরুল ইসলাম- বই প্রতীক পেয়েছেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ- চশমা প্রতীক পেয়েছেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ- তালা প্রতীক পেয়েছেন, ব্যবসায়ী মোহাম্মদ মোয়াজ জাকারিয়া শিবলু- বৈদ্যুতিক বাল্ব প্রতীক পেয়েছেন ও ব্যবসায়ী রুবেল আহমদ- টিউবওয়েল প্রতীক পেয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্ম্মা- প্রজাপতি প্রতীক পেয়েছেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আজিবুন খানম- কলস প্রতীক পেয়েছেন ও সাবেক ইউপি সদস্য শিল্পী বেগম- ফুটবল প্রতীক পেয়েছেন।
জুড়ী উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, জুড়ী উপজেলা নির্বাচনে বৈধ প্রার্থী ১৬ জনের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে প্রার্থীদের মূল প্রচারণা শুরু হলো। জুড়ীতে আগামী ৮ মে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সবাইকে নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানাচ্ছি।
এফআর/অননিউজ
প্রধান সম্পাদক: হুমায়ুন কবির রনি
মোবাইল: ০১৭১৬-৫৩০৫১৪
ইমেইল: onnews24@gmail.com
www.onnews24.com