বাংলাদেশের পরিবেশগত সংকটাপন্ন এলাকা হাকালুকি হাওরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধারে মৌলভীবাজার জেলার জুড়ীতে নবপল্লব প্রকল্পের "প্রকল্প অবহিতকরণ' সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়োজনে দিনব্যাপী জুড়ী উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নবপল্লব প্রকল্পের রিজিওনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো: রফিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর।
নবপল্লব প্রকল্পের কার্যক্রম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিএনআরএস এর ফিল্ড ম্যানেজার মোস্তফা হায়দার মিলন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাহমুদুল আলম খান, উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম ভূঁইয়া, কেয়ার বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার (জলবায়ু সহনশীলতা জীবিকায়ন) মো. জয়নাল আবেদীন, সিএনআরএস এর ফিল্ড মনিটরিং লিড মো. আশরাফুল ইসলাম, আইডিই এর মার্কেট ডেভেলপমেন্ট অফিসার মো. এনায়েত কবির, ডিএসকে এর ওয়াশ এডভাইজার মো. মোজাম্মেল হক, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদ মিয়া, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তপন চন্দ্র সূত্রধর, উপজেলা সমবায় কর্মকর্তা সুধীন্দ্র চন্দ্র দেব, জুড়ী ফায়ার সার্ভিস কর্মকর্তা এসএম শামীম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শামীমুল হক, উপজেলা মহিলা বিষয়ক অফিসের কর্মকর্তা সুজাউদ্দৌলা, বেলাগাওঁ-সোনাপুর ভিসিজির প্রতিনিধি কামরুজ্জামান কামরুল সহ নবপল্লব প্রকল্পের ও কনসোটিয়াম সহযোগী সংস্থার প্রতিনিধিগন এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য- হাকালুকি হাওরের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং প্রকৃতির সুরক্ষা ও পুনরুদ্ধারে নবপল্লব প্রকল্প বাস্তবায়নে কেয়ার বাংলাদেশের নেতৃত্বে সহযোগী সংস্থা হিসেবে কাজ করবে- সিএনআরএস, কর্ডএইড, আইডিই, ডিএসকে, সি3ইআর, ফ্রেন্ডশিপ, এইচআই এবং প্র্যাকটিক্যাল একশন। এ প্রকল্পটি হাকালুকি হাওরের পাশাপাশি জুড়ী উপজেলার পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী, জায়ফরনগর ও সাগরনাল এই ৪ টি ইউনিয়নে কাজ করবে।