জুড়ীতে উপজেলা প্রশাসন আবার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো।
মোঃ জাকির হোসেন জুড়ী প্রতিনিধি।।
মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসন আবার ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জুড়ী উপজেলা প্রশাসনকে উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের পোস্ট অফিস রোড ও পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ বাজারে অবৈধভাবে দখল করা ফুটপাত ও আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেন ফুটপাত দখলমুক্ত ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। গত ২৫ ও ২৬ সেপ্টেম্বর যৌথ বাহিনীর অভিযান উপজেলা প্রশাসনের উদ্যোগে জুড়ী বাজারে ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করা হয়। তারপরও অনেকে তাদের অবৈধ স্থাপনা ও ফুটপাতের দোকানপাট সরিয়ে না নেওয়ায় বৃহস্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাবরিনা আক্তার জুড়ী বাজারে পরিদর্শন করেন জুড়ী বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বাজারের পরিস্কার পরিচ্ছন্ন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন সচেতন মহল। অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ফুটপাত দখলমুক্ত হওয়ায় কামিনী গঞ্জ লামারবাজারে জনসাধারণকে যাতায়াত করতে দেখা গেছে। তারা প্রশাসনকে দ্রব্যমূল্যের বাজার নিয়ন্ত্রণ রাখা সহ এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবী জানিয়েছেন।
জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর বলেন, জুড়ীবাজারকে যানজট ও ফুটপাত দখল মুক্ত করতে পূর্বে প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। অনেকে ফুটপাত থেকে তাদের দোকান-পাট সরিয়ে নেন। তারপরও যারা আইন অমান্য করে ফুটপাত দখল করে রেখেছিল তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে জরিমানা করা হবে বলে দিয়েছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
একে/অননিউজ24