থেকেঃ মৌলভীবাজারের জুড়ীতে নিজ কর্মস্থল শাহ নিমাত্রা সাগরনাল ফুলতলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিনের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মবিরতি করেছেন শিক্ষকরাও।
সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত কলেজ ক্যাম্পাসে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন। এসময় তারা শিক্ষকের উপর হামলার ঘটনায় কলেজ কর্তৃপক্ষ বাদী হয়ে মামলা দায়ের, হামলার সাথে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার ও জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানান।
সূত্র জানায়, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার দুপুরে স্থানীয় বহিরাগত সন্ত্রাসী ও কয়েকজন শিক্ষার্থী মিলে কলেজের ভেতরে হামলা ও ভাংচুর করে। এসময় কলেজের সহকারী অধ্যাপক রিয়াজ উদ্দিন আহত হন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা আহত কলেজ শিক্ষককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। চিকিৎসা নেওয়ার পর রোববার বিকেলেই হামলায় জড়িতদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন ওই শিক্ষক।
মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য দেন সাবেক শিক্ষার্থী মাজেদ আহমদ, সুলতান আহমদ ইমন, জিনাত সুলতানা নিপা, বর্তমান শিক্ষার্থী সাইফুর রহমান, আরিফুল ইসলাম, শাহীন ইসলাম প্রমুখ।