জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী রুমানা ইয়াছমিনের উপর হামলা

জাকির হোসেন জুড়ী প্রতিনিধি।।

মৌলভীবাজার জেলার জুুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের হরিরামপুর গ্রামে সৌদি প্রবাসী শাহাব উদ্দিনের বাসাতে ভাড়া থাকেন বড় ধামাই এলাকায় জামাল উদ্দিনের স্ত্রী রুমানা ইয়াছমিন।

সৌদি প্রবাসী শাহাব উদ্দিনের বাসার সম্মুখে রুমানা ইয়াসমিনের উপর হামলা চালানো হয়। জমি সংক্রান্ত বিষয়ে পূর্ব শত্রুতার জের ধরে এক প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত পূর্ব জুড়ী ইউনিয়নের বড়ধামাই এলাকার দুবাই প্রবাসী জামাল উদ্দিনের স্ত্রী রুমানা ইয়াছমিন রুমা বাদী হয়ে গত শনিবার (৫ অক্টোবর) রাতে জুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, জুড়ী উপজেলার বড়ধামাই এলাকায় রুমানা ইয়াছমিন রুমার স্বামীর পৈত্তিক সূত্রে ৯ শতাংশ জমির মালিক হয়ে দীর্ঘদিন ভোগ-দখল করে আসছিলেন। কিন্তু গত ৩ বছর ধরে তাদের সঙ্গে একই এলাকার আলীম উদ্দিন (২৩), ২। আরিফ উদ্দিন (২১) উভয় পিতা: মৃত ফরিজ উদ্দিন (এলাইচ), ৩। হাজেরা বেগম (মনি) তাদের সাথে জমি নিয়ে বিরোধ শুরু হয়। এর জেরে গত শনিবার সন্ধ্যায় রুমানা ইয়াছমিন রুমাকে বাড়িতে একা থাকার সুযোগে হামলা চালায় আলীম উদ্দিন (২৩), ২। আরিফ উদ্দিন (২১) উভয় পিতা:মৃত ফরিজ উদ্দিন (এলাইছ), মৃত ফরিজ উদ্দিন (এলাইছ), এর স্ত্রী হাজেরা বেগম (মনি) সহ তিনজন লোক। এ সময় তারা ওই প্রবাসীর স্ত্রীকে বাড়িতে মারধর ও শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় ।রুমানা ইয়াসমিন প্রাণে বাঁচার জন্য উচ্চ আওয়াজে চিৎকার করতে থাকেন চিৎকারের আওয়াজ শুনে এলাকাবাসী ছুটে এসে আহত রুমানা ইয়াছমিন রুমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসা দেন।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া বলেন,এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আই/অননিউজ২৪।।

আরো দেখুনঃ