মৌলভীবাজারের জুড়ীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ৬৩ হাজার ৫০০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১১ অক্টোবর দুপুরে জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের বড় মসজিদের সম্মুখে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউ.এস.এ ইনক'র উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নুরুল আম্বিয়া, খন্দকার আবুল বশর মনু,কামিনীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বদরুল রব চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী কামরুল ইসলাম, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ দোয়া পরিচালনা করেন মাওলানা তোফাজ্জুল হক
অনুষ্ঠানে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউ.এস.এ ইনক'র উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় নগদ অর্থ বিতরণ করা হয়৷ মৌলভীবাজারের জুড়ীতে ৬১ টি পরিবারকে নগদ এক হাজার টাকা করে মোট ৬৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটি অব ইউ.এস.এ ইনক'র মূললক্ষ্য উদ্দেশ্য হল বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো৷