জুড়ীতে দেড় মাসের সাজাপ্রাপ্ত আসামি ইসলাম গ্রেফতার

জুড়ী প্রতিনিধি।।

মৌলভীবাজারের জুড়ী থানার পুলিশের বিশেষ অভিযানে দেড় মাসের সাজাপ্রাপ্ত আসামি ইসলাম  মিয়াকে গ্রেফতার করেছে। বুধবার রাত ২ ঘটিকার সময় নিশ্চিম্ত পুর, এলাকা থেকে আটক করা হয় ইসলাম কে

জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া এর দিকনির্দেশনায় এসআই মোঃ ফরহাদ মিয়ার নেতৃত্বে এএসআই তুহিন মুন্সি ও সংগীয় ফোর্সসহ সি আর ৯৪/২৩( জুড়ী) এর দেড় মাসের  সাজাপ্রাপ্ত আসামি মোঃ ইসলাম (২৫) পিতা – আঃ শহিদ, সাং- নিশ্চিম্ত পুর, এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জুড়ী থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোঃ মুরশেদুল আলম ভূঁইয়া জানান জুড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে সিআর ৯৪/২৩( জুড়ী)  মামলার দেড় মাসের সাজাপ্রাপ্ত আসামী ইসলাম কে গ্রেফতার করা হয়েছে। আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মজ/অননিউজ২৪

আরো দেখুনঃ