মৌলভীবাজার জেলার জুড়ীতে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস) এর আয়োজনে নবপল্লব প্রকল্পের "প্রকল্প অবহিতকরণ' সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম। এসময় পশ্চিম জুড়ী ইউনিয়নের সকল ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়নে কর্মরত কর্মকর্তাগন, নবপল্লব প্রকল্পের ও কনসোটিয়াম সহযোগী সংস্থার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
সিএনআরএস নবপল্লব প্রকল্পের মনিটরিং অফিসার মো: আশরাফুল ইসলাম জানান- নবপল্লব প্রকল্প এফসিডিও দাতা সংস্থা দ্বারা পরিচালিত একটি প্রকল্প। এ প্রকল্পটি জুড়ী উপজেলার পূর্ব জুড়ী, পশ্চিম জুড়ী, জায়ফরনগর ও সাগরনাল এই ৪ টি ইউনিয়নে কাজ করবে। সভায় উপস্থিত সকলের কাছে নবপল্লব প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য সহযোগীতা কামনা করেন তিনি।
কেয়ার বাংলাদেশ প্রতিনিধি নাজমুল হাসান প্রকল্প কার্যক্রম উপস্থাপন করেন। প্রকল্প কার্যক্রম উপস্থাপন শেষে ইউপি সদস্য ও সরকারী প্রতিনিধিগন প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন।
পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম নবপল্লব প্রকল্প বাস্তবায়নে সর্বাত্বক সহযোগীতা প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করে সভার সমাপ্তি ঘোষনা করেন।